হারানোদিনের ইতিহাস
---এস.এম.আশরাফ আলী।
সত্যকথা বলতে কি , বর্তমানে আমাদের এ দেশে হানাফি অনুসারীগণ দু দলে বিভক্ত, যথা - বেরলবি হানাফি এবং দেওবন্দি হানাফি। আমলের মাসলায় উভয়েই এক ও অভিন্ন। কিন্তু আকাইদের মাসলায় বিশেষ করে শানে রিসালাতের ব্যাপারে বেরলবি ও দেওবন্দি আকাইদ ভিন্ন।
আর এ কথাও আমাদের জেনে রাখতে হবে যে,
একই দীনের বেলায় আমলকে কেন্দ্রকরে কোন ফিরকা সৃষ্টি হয় না, যদি সে আমলের ব্যাপারে কুরআন-সুন্নার সুস্পষ্ট প্রমাণ থাকে। এজন্যই ইসলামে এযাবত যত ফিরকার সৃষ্টি হয়েছে, সবই আকাইদের নিমিত্তে হয়েছে। হুজুর আকদাসের (দ) বিসাল শরিফের পর থেকে ইসলামের নামে যত ফিরকার সৃষ্টি হয়েছে, তা আকাইদের বিভিন্ন দিককে



মুসলিম