রবিবার, ৯ অক্টোবর, ২০১৬

* সোনালী অবদান কী করে ভুলি !


2921299মুসলিম বিশ্বে দেশে দেশে ইসলাম প্রচারের ইতিহাসে সাহাবায়ে কিরামদের পরেই আউলিয়ায়ে কিরামদের নাম স্বর্ণাক্ষরে লিখা রয়েছে । আমাদের এই বাংলাদেশেও ইসলাম প্রচারের ইতিহাসে আউলিয়ায়ে কিরামদের অবদান অনস্বীকার্য ।
রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের আদর্শ প্রদর্শনে তারা ইসলামের পরিচিতিকে সমুন্নত রেখেছেন । হযরত শাহজালা মুজাররাদ ইয়ামনি (রাহ) থেকে শুরু করে অদ্যাবধি একটি তালিকা প্রস্তুত করতে গেলে মোটা বাঁধাইয়ের একটি আলাদা গ্রন্থ হয়ে ওঠবে এতে কোন সন্দেহ নেই । বক্ষমান এই ওয়েব পেজে আমরা সেই ধারার এমনি একজন উল্লেখিত সুফি সাধক ' আল্লামা শায়খুল বাঙ্গাল (রাহ)-কে উপস্থাপন করছি । কিন্‌তু অতিশয় দুঃখ আর ক্ষোভের সাথে জানাতে হচ্ছে যে, আজকাল এই সমস্ত মহান ব্যক্তিদেরকে উৎসবিহীন কিছু পীর-ফকিরের সাথে ধরাশায়ী করছে একটা মহল ! এরা অন্ধকার গহবর থেকে তাদের গায়ে কাঁদা ছুড়ছে অহরহ ! বুজুর্গানে দ্বীন - মাশাইখে ইজামদের বুনিয়াদী সফেদ জামাকে এরা করে তুলছে কর্দমাক্ত । চতুর অকৃতজ্ঞতায় এ কোন ভূমিকা তবে ! ইসলামি সঠিক আদর্শ নিয়ে আসুন আমরা বুজুর্গ আউলিয়া কিরামদের জীবন চর্চা করি । কুরআন - সুন্নাহ্‌কে জীবনে বাস্তবায়িত করি ।

14222102_1221854654525444_8802034771330955277_n-2
শায়খুল বাঙ্গাল আলহাজ হযরত মাওলানা শাহসুফি সৈয়দ আবু মাছাকিন মোহাম্মদ মতিউর রহমান গোলাম কাদির (রাহ) ।

 11222168_1488393228152829_6049561664858410293_n   বিশিষ্ট আলেমে দ্বীন জীবন নিবেদিত মোবাল্লিগ-ইসলাম প্রচারক আল্লামা শায়খুল বাঙ্গাল (রাহ্‌.) একজন স্মরণীয় ব্যক্তিত্ব । তিনি আমৃত্যু রাসুলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লামার অনুসরণের মধ্য দিয়ে জীবন অতিবাহিত করেছেন । মহান আল্লাহ রাব্বুল আলামিনের রেজামন্দি হাসিলের জন্যে নিজেকে নিয়োজিত রেখেছেন । মহান আল্লাহ্‌ পাকের সান্নিধ্য অর্জনই ছিল তার ধ্যান-জ্ঞান । শুধু নিজেকে নয়,পারিবারিক ও সামাজিক সকল স্তরের মানুষকে তিনি পবিত্র কোরআনের আলোয় পথ দেখিয়েছেন । রাসুলের সুন্নাতের অনুসারী করেছেন । শিরকি বিদআতি কার্যকলাপের বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার । সামাজিক শান্তি বিনষ্টের কোন কাজ তিনি পছন্দ করতেন না । তবে প্রয়োজনে বাতিলের বিরুদ্ধে কিতাবি উপস্থাপন ছিল তার আলেমানা স্বভাব । দলিলবিহীন তর্ক-সংলাপের ধারে কাছেও ঘেষেন নি । কুরআন-সুন্নাহ্‌’র পরিধির ভেতরে অটল থাকতেন এবং এসবের আলোকে ইজমা-কিয়াসের অবতারনা করতেন । ইবাদত বন্দেগিতে নিমগ্ন আত্নশুদ্ধিতে জীবন নিবেদিত এই আলেমে দ্বীন সূফী সাধক আল্লামা শায়খুল বাঙ্গাল (রাহ্‌)–কে আজ আমরা শ্রদ্ধাভরে স্মরণ করছি । আর মহান আল্লাহ্‌ রাব্বুল আলামিনের কাছে এই প্রার্থনা রাখছি,- ” ওগো আল্লাহ্‌ ! চালাও মোদের সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলে। "
002armvfgy70myxspun83690