মুসলিম বিশ্বে দেশে দেশে ইসলাম প্রচারের ইতিহাসে সাহাবায়ে কিরামদের পরেই আউলিয়ায়ে কিরামদের নাম স্বর্ণাক্ষরে লিখা রয়েছে । আমাদের এই বাংলাদেশেও ইসলাম প্রচারের ইতিহাসে আউলিয়ায়ে কিরামদের অবদান অনস্বীকার্য ।রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামের আদর্শ প্রদর্শনে তারা ইসলামের পরিচিতিকে সমুন্নত রেখেছেন । হযরত শাহজালা মুজাররাদ ইয়ামনি (রাহ) থেকে শুরু করে অদ্যাবধি একটি তালিকা প্রস্তুত করতে গেলে মোটা বাঁধাইয়ের একটি আলাদা গ্রন্থ হয়ে ওঠবে এতে কোন সন্দেহ নেই । বক্ষমান এই ওয়েব পেজে আমরা সেই ধারার এমনি একজন উল্লেখিত সুফি সাধক ' আল্লামা শায়খুল বাঙ্গাল (রাহ)' -কে উপস্থাপন করছি । কিন্তু অতিশয় দুঃখ আর ক্ষোভের সাথে জানাতে হচ্ছে যে, আজকাল এই সমস্ত মহান ব্যক্তিদেরকে উৎসবিহীন কিছু পীর-ফকিরের সাথে ধরাশায়ী করছে একটা মহল ! এরা অন্ধকার গহবর থেকে তাদের গায়ে কাঁদা ছুড়ছে অহরহ ! বুজুর্গানে দ্বীন - মাশাইখে ইজামদের বুনিয়াদী সফেদ জামাকে এরা করে তুলছে কর্দমাক্ত । চতুর অকৃতজ্ঞতায় এ কোন ভূমিকা তবে ! ইসলামি সঠিক আদর্শ নিয়ে আসুন আমরা বুজুর্গ আউলিয়া কিরামদের জীবন চর্চা করি । কুরআন - সুন্নাহ্কে জীবনে বাস্তবায়িত করি ।

